নানা আয়োজনে নড়াইলে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি
নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্রদলের বিভিন্ন ইউনিট র্যালিসহকারে নড়াইল চৌরাস্তায় বিএনপি কার্যালয়ের সামনে সমাবেত হয়। সমাবেত হয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনাসভা শেষে কেক কাটা হয়। জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির সঞ্চালনয় বক্তব্য দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সদর উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক, সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, বিএনপি নেতা মাহবুব মোর্শেদ জাফল,জেলা যুবদলের সভাপিত মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান,মনজুরুল সাঈদ বাবু প্রমূখ। এসময় জেলা ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও বিএনপির কয়েকশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।###