নাটোর জেলা প্রতিনিধিঃ করোনায় সম্মুখসারির যোদ্ধা নাটোর প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি, দৈনিক নাটোরের খবর এর সহ-সম্পাদক জালাল উদ্দিন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন।
মঙ্গলবার (১৮ অাগষ্ট) সন্ধ্যার পর নাটোর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা: মাসুদ বিন হাবিব জালাল উদ্দিনকে ফোন করে নেগেটিভ রিপোর্টের খবর জানান। জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জালাল উদ্দিন জানান, গত ১৬ আগস্ট দ্বিতীয় দফা নমুনা জমা দিয়ে আজ নেগেটিভ রিপোর্ট পেলাম। নিঃসন্দেহে আনন্দের খবর। তাঁদের প্রতি কৃতজ্ঞতা যাঁরা আমার করোনা চিকিৎসাকালীন সময়ে নিয়মিত খোঁজখবর নিয়ে আমাকে মানসিকভাবে শক্তি যুগিয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই নমুনা জমা দেয়ার পর ২ আগস্ট করোনা পজিটিভ রিপোর্ট আসায় ৩ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত নাটোর আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসারত ছিলেন সাংবাদিক জালাল উদ্দিন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.