নাটোর প্রতিনিধি: নাটোরেজাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা ৬তম ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শুরু । আজমঙ্গলবার সকাল ১০টা নাটোর জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা ফুলবাগান হ্যালীপ্রেড মাঠেরপাশে কার্যলয়ে কুষ্টিয়া খাতের আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও উদ্ধার দেশ কল্যানসংস্থার সাধারন সম্পাদক শফিকুল ইসলাম কে প্রধান নির্বাচন কমিশন গঠন করে আজ ১০টা থেকে শান্তিপূন্যভাবে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। নাটোর সহ ২৭টি জেলা প্রতিবন্ধী সংগঠনের৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে । ১৫ সদস্য বিশিষ্ট কার্য়নির্বাহী কমিটির ৪টিপদে ভোট গ্রহণ হয়েছে বাকি ১১টি পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়। এই ৪টি পদেও মধ্যেসভাপতি ,সাধারণ সম্পাদক , অর্থ সম্পাদক ও সাংগঠনিক পদের নির্বাচন হচ্ছে। সভাপতি পদে ৩জন প্রতিদ্বন্দ্বীতা করছে তারা হলেন ফরিদপুর জেলার শুশান্ত দাস, কুষ্টিয়া জেলার জাকির হোসেন(চিয়ার) প্রতীক ও আকতার হোসেন (ছাতা) প্রতীক এবং সাধারণ সম্পাদক পদে ২ জন এরা হলেননাটোর জেলার জাহাঙ্গীর হোসেন (ঘড়ি) প্রতীক ও আশরাফুল বিশ্বাস (মই) প্রতীক।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.