প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২০, ৪:৩৩ পি.এম
নাটোরের বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার আর নেই

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার পৌরসভার বলারীপাড়া এলাকার মৃত হাজী সামাদ মন্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মন্ডল গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে নিজ বাসভনে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না‘ ইলাহী রাজিউন)। তাহার জন্ম তারিখ ০১ জানোয়ারী ১৯৫৩ সন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৬৭ বছর ০৮ মাস ২৬ দিন। মৃত্যুর কালে তিনি ১পুত্র ৩কন্যা এবং অনেক গুনগাহী রেখে যান। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর,২০২০ ইং) তারিখ দুপুর ১টায় মাদ্রাসার মোড় বগুড়া বাসস্টেন এলকায় পৌর জামে মসজিদের সামনে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কে রাষ্ট্রিয় মর্যাদায় সালাম অনুষ্টিত হয় । উক্ত সালাম পরিচালনা করেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার পক্ষে এস আই আবু সিদ্দিক রাষ্ট্রিয় মর্যাদায় সালাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার নাটোর সদর শেখ মোঃ আবুল হোসেন , সেক্টর কমান্ডা ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ সাধারণ সম্পাদক শেখ মোঃ ইউসুফ , সেক্টর কমান্ডা ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ পৌর শাখার সাধারণ সম্পাদক আঃ রহিম , বীর মুক্তিযোদ্ধা মোল্লাসহ বীর মুক্তিযোদ্ধা গন ও মৃত ব্যক্তির আত্নীয় স্বজন এবং এলাকার গন্যমান্য বক্তিবর্গ। পরে পৌর জামে মসজিদের সামনে তাহার যানাজা শেষে গাড়িখানা কেন্দীয় গোরস্থানে সম্পন্য রাষ্ট্রিও মর্যাদায় দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর পক্ষে মৃতব্যক্তির পরিবারকে গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।। তাহার জাতীয় পরিচয়পত্র নং ২৩৯ ৫৩৯ ৮৭০২। তাহার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সাময়িক সনদ নং ১৭১২৬৬ ,ক্রমিক নং ১২৮১ । মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় লাল মুক্তিবার্তা ক্রমিক নং ৩০৪০১০১২৭ ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.