বিলাল হোসেন মাহিনী
দিনের শুরু হোক সালাত দিয়ে : মুমিন জীবনের অপর নাম নামাজি জীবন। মুমিন নামাজময় সত্তার প্রতিশব্দ মাত্র। নামাজময় মুমিন পুষ্প শোভিত ফুলবৃক্ষ। নামাজ পড়ে না, এমন মুমিনের শিখরে ফুল নেই, ফল নেই এবং শিকড়ও পোকার আক্রমণের শিকার। নামাজই ঈমানের মূল অনুষদ ও অনুষঙ্গ। বিগত বছরে সালাত কাজা থাকলে আদায় করার প্রয়াস শুরু করতে হবে। নামাজের খুশু-খুজু তথা শরীর-মনের একাগ্রতা ও মানসিক একমুখিনতা নিশ্চিত করতে হবে। জামাতে সালাত আদায়ের পাবন্দ হতে হবে।
মানুষের হক (অধিকার) আদায় : স্রষ্টার হক আদায়ের পর সবচে’ বেশি গুরুত্বপূর্ণ হলো মানুষের হক (অধিকার) আদায় করা। আল্লাহর হক আদায়ে গাফলতি থাকলে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। কিন্তু বান্দার হক আদায়ে বা মানুষের প্রাপ্য নিশ্চিত করতে না পারলে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাময় শাস্তি আস্বাদন করতে হবে। আমাদের কথা, কাজ ও আচরণে যেনো অপর মানুষ কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
সিয়াম : নতুন বছরে আমরা কোনো মানত বা রোজার কাজা থাকলে আদায় করতে পারি। কাজার জীবন ঋণী জীবন। ঋণগ্রস্থ জীবন সৌভাগ্যের হয় না। যাপিত জীবনে জানা মতো কারো সম্পদ, ইজ্জত বা কোনো শারীরিক ক্ষত বা ক্ষতি হয়ে থাকলে পুষিয়ে দেওয়া জরুরি। আসুন, আমরা ক্ষতিগ্রস্থের মনতুষ্টি আদায় করি এবং ক্ষমা চাই। ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, মহত্ত্বের লক্ষণ।
তিলাওয়াত : আল-কুরআন পড়ি, শুনি ও বুঝি। ঈমানিয়াতের উৎস আল-কুরআন আমরা পড়ি না। আল-কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত শেখা জরুরি। আমরা কত কিছুই শিখি, কুরআন শিখি না। ভালো কারির তিলাওয়াত শোনাও ইবাদত। বোঝার চেষ্টা করতে হবে। আরবি না জানলে, অন্য ভাষার গ্রহণযোগ্য তাফসির ও অনুবাদ পড়াশোনা করা উচিত।
নবিজী’র জীবনী : সিরাত বা প্রিয় নবীকে নিয়ে রচিত বইগুলো পাঠ করা জরুরি। বিশুদ্ধ সিরাত অধ্যয়ন করা অবশ্যই প্রয়োজন। আমাদের প্রিয় নবীজির জীবনী আমাদের অজ¯্র প্রশ্নের উত্তর খোলাসা করে দেয়।
মাসয়ালা শেখা : দৈনন্দিন মাসআলা-মাসায়েল জানা, পড়া ও শোনা জরুরি। প্রাত্যহিক কাজে আমাদের প্রয়োজনীয় মাসআলা বিশুদ্ধ আলেমের কাছে জানা যায়। শুদ্ধ বই পড়া যায়। প্রখ্যাত আলেমের মাসআলা নির্ভর আলোচনা শোনা যায়।
সহীহ নিয়্যত : নিয়্যত ও পরিকল্পনাহীন থাকা ঈমানের দাবির পরিপন্থী। ছোট হোক বড় হোক, ব্যস্ততায় থাকা অতি উত্তম। ইসলাম বর্ণিত গুনাহের কাজ ও চিন্তা থেকে দূরে থাকা উচিত। পাপ ঈমানিয়াতে কলুষতা ছড়ায়। পাপ থেকে ছলে-বলে ও কৌশলে দূরে থাকতে হবে। তবেই ঈমানে রং আসবে, রওশন আসবে, রওনক আসবে। কুরআনে বর্ণিত জীবননগর গড়ে তুলতে হবে। হাদিসের সোনালি আলোয় নিজেদের রাঙাতে হবে। হাদিসের জীবনই প্রশান্তির জীবন, সুখময় জীবন। অন্য জীবন কৃত্রিম ও অন্তসারশুন্য।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.