
নড়াইল প্রতিনিধি
নড়াইল-২ আসনে (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন ও মনোনয়ন পুনবর্হালের দাবিতে আমরন অনশন করছেন মোঃ মনিরুল ইসলামের অনুসারীরা। মোঃ মনিরুল ইসলাম নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল থেকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে এ আমরন অনশন শুরু করেন।
গত বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপিতে যোগ দিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। বিএনপিতে যোগদান করেই তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। এর আগে গত ৪ ডিসেম্বর এই আসনে প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণার ২০দিন পর নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করেন দলটি।
সরেজমিনে জেলা শিল্পকলা একাডেমির সামনে কেদ্রীয় শহিদ মিনারে গিয়ে দেখা যায়,‘নড়াইল সদর থানা মহিলা দলের সহ-সভানেত্রী শিরিন সুলতানার নেতৃত্বে এ আমরন অনশন শুরু করেন। প্রথমে ৪ জন অনশন শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে অর্ধশতাধীক সমর্থক এ অনশনে যোগ দেন। প্রচন্ড শীতে আমরন অনশনে থাকা ৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের চিকিৎসা দেয়া হয়। অসুস্থ ১জনকে স্যালাইন দেয়া হয়েছে। অনশন কর্মসূচি’র খবর পেয়ে রাতেই মোঃ মনিরুল ইসলাম সেখানে ছুটে যান। এসময় অনশনরতদের পানি এবং শরবত খাইয়ে অনশন ভাঙতে অনুরোধ করলেও তারা সরে যাননি।,
নড়াইল সদর থানা মহিলা দলের সহ-সভানেত্রী শিরিন সুলতানাসহ সকলে দাবি করেন,‘দীর্ঘদিন ধরে মোঃ মনিরুল ইসলাম দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, জেল খেটেছেন। তার জনপ্রিয়তা রয়েছে অথচ তাঁকে মনোনয়ন দিয়ে আবার তা পরিবর্তন করে অন্য একজনকে দেওয়া হয়েছে, এটা আমরা মানতে পারছি না। তারা মনিরুল ইসলামের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।

