নড়াইল প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি.এম. নাগিব হোসেনকে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯জানুয়ারী) সন্ধ্যায় কালিয়া উপজেলার দক্ষিণ যোগানিয়া গ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক নাগিব অভিযোগ করেন, বুধবার গভীর রাতে ৬-৭ জন অস্ত্রধারী ব্যক্তি মাইক্রোবাসে এসে ডিবি পুলিশ পরিচয়ে তাকে ঘর থেকে বাইরে নেওয়ার চেষ্টা করে। তিনি বাইরে যেতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয় এবং বাড়ির গেটে আঘাত করা হয়। তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়ার কারণেই এ হামলার চেষ্টা করা হয়েছে। হুমকি উপেক্ষা করেই তিনি নির্বাচনের মাঠে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিষয়টি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
ঘটনার নিন্দা জানিয়ে নড়াইল-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, এ ধরনের হামলা গণতন্ত্র ও ভোটাধিকারকে ভয় দেখানোর অপচেষ্টা।
নড়াগাতি থানার ওসি মো.আব্দুর রহিম জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.