প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৬:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ৫:০৬ পি.এম
নড়াইলে সিপিবির পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি:
“সমাজ বদলের লক্ষ্য—শোষণ-বৈষম্যবিরোধী বাম-গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা” এই শ্লোগানকে ধারণ করে নড়াইলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষী চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব, নড়াইল জেলা শাখার সভাপতি বিএম বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক অঞ্জন রায়সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সম্মেলনের মূল কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, “একটির পর একটি সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করলেও দেশে গুম, খুন, ধর্ষণ, নারী নির্যাতন বেড়েই চলেছে। আমরা বিশ্বাস করি, কমিউনিস্ট পার্টি অসাম্প্রদায়িক রাজনীতিতে আস্থাশীল। কিন্তু দুঃখজনকভাবে দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হচ্ছে, দাঙ্গা সৃষ্টি করা হচ্ছে, নারী নিপীড়ন বাড়ছে। গ্রাম থেকে শহর সর্বত্রই এ পরিস্থিতি বিদ্যমান।”
সম্মেলনে জেলার বিভিন্ন শাখা থেকে আসা নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.