Type to search

নড়াইলে শ্রী শ্রী তারকচাঁদের ১১০তম তিরোধাম-২০২৫ অনুষ্ঠিত 

নড়াইল

নড়াইলে শ্রী শ্রী তারকচাঁদের ১১০তম তিরোধাম-২০২৫ অনুষ্ঠিত 

 নড়াইল প্রতিনিধি
নড়াইলে  শ্রী শ্রী তারক চাঁদের ১১০ তম তিরোধাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি  বুধবার নড়াইলের লোহাগড়ার জয়পুর তারকধামে এ তিরোধাম অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন ওড়াকান্দির বাংলাদেশ মতুয়া মহাসংঘ শ্রীধামের কার্যকারী সভাপতি শ্রী সুব্রত ঠাকুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের
সাধারণ সম্পাদক ও  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি সমীর কুমার বসু।
অন্যান্য দিনের মধ্যে উপস্থিত ছিলেন  বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল  জেলা শাখার  আহবায়ক সাংবাদিক  অশোক কুন্ডু,সদস্য সচিব কার্তিক দাস, শ্রী পরীক্ষিত গোঁসাই ও সহ ধর্মিনী মিনাক্ষী দেবী প্রমুখ।
এ অনুষ্ঠানে জেলা ও জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে শত শত  মতুয়া দলের সমাগম হয়। ডাক,ঢোল, সানাইয়ের সুরে অনুষ্ঠান স্থল মাতিয়ে তোলেন ধর্মপ্রান ভক্তরা। যা দেখতে জেলা শহর থেকে শুরু করে পার্শ্ববর্তী  জেলার হিন্দু সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষেরা ছুটে আসেন। ১লক্ষ্যের  অধিক লোকের খাবারের আয়োজন  করা হয় এই  মতুয়া সম্মেলনে। মতুয়া উৎসব ঘিরে ধর্মীয় নানা আয়োজন শেষে আলোচনা সভা হয়।
ধর্মীয় এ উৎসব ঘিয়ে জয়পুরে গ্রামীন মেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন  দোকানিরা পসরা সাজিয়ে বসে। কেনাকাটা ছিল দর্শনীয়।
মেলা দেখতে আসা লক্ষ্মী রানী  বলেন, এখানে প্রতি বছর এ অনুষ্ঠানে আসি। মেলা দেখি। লক্ষ লক্ষ  মানুষ এ অনুষ্ঠানে   আসেন। মা ও ছোট বোনকে নিয়ে  এসেছি  ভালই লাগছে।
আগদিয়া থেকে আসা মতুয়া পিষুস বিশ্বাস বলেন, জয়পুরের এ মতুয়া উৎসব  অনেক নাম করা। আমরা আগদিয়া থেকে মতুয়া দল নিয়ে৷ এখানে অনুষ্ঠান করতে এসেছি।
প্রধান অতিথি  সমীর কুমার বসু বলেন,এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে আমি মুগ্ধ  আবেগ আপ্লুত। #