প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৫:০০ পি.এম
নড়াইলে লাইসেন্স বিহীন সার বিক্রির দায়ে দোকানঘর সিলগালা

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে অবৈধ ভাবে সার বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীর দোকান সিলগালা করেছেন নড়াইল সদর উপজেলা ভূমি কর্মকর্তা।
রবিবার (৩১আগষ্ট) দুপুরে চাকই মোল্যাহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।এতে নেতৃত্ব দেন নড়াইল সদর উপজেলা ভূমি কর্মকর্তা দেবাশিষ অধিকারী।
ভূমি কর্মকর্তা দেবাশীষ অধিকারী জানান,সার ব্যবসায়ী জুয়েল শেখ।এর আগে ও সে লাইসেন্সবিহীন সার বিক্রি করেছিল। তার জন্য তাকে জরিমানা ও করা হয়।আজ তাকে গিয়ে দোকানে পায় নাই। বাড়িতে লোক পাঠানো হয়েছিল। সে বাড়ি থেকে ও পালায় গেছে। দোকানটা আমরা জব্দ করেছি। স্থানীয় ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান তার জিম্মায় দিয়ে এসেছি। উপসহকারী কৃষি কর্মকর্তা ছিল সেই দোকানের সার বিক্রির ছবি তুলেছেন।স্থানীয় কৃষকেরা যারা সার কেনেন তার জানান, প্রচলিত মূল্যের অধিক দামে সে সার বিক্রি করে আসছিলেন। সেই অপরাধে দোকান সিলগালা করা হয়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে,চাকই মোল্যাহাট এলাকার দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার বিক্রি করে আসছিলেন জুয়েল। তিনি রাজনৈতিক প্রভাব কাটিয়ে এলাকাবাসীকে সার কিনতে বাধ্য করাতেন। তার নিকট হতে সার না কিনলে ক্রেতাদের নানাভাবে হয়রানি করতেন৷ তার অবৈধ সারের দোকানে ইতিপূর্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন। তারপর ও প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে তিনি সার ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয়রা আরো জানান তিনি বিছালী ইউনিয়ন যুবলীগের ৪ নং ওয়ার্ড কমিটির সভাপতি।
সেই প্রভাবে এলাকায় এমন কার্য পরিচালনা করে আসছেন। খোঁজ নিয়ে আরো জানা গেছে, স্থানীয় সার ডিলার আব্বাস আলি সর্দারের নিকট হতে চোরাইভাবে সার কিনে এনে চাকই বাজারে প্রকাশ্যে বিক্রি করেন জুয়েল। জুয়েলের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, গাছ চুরি করে বিক্রিসহ নানাবিধ অভিযোগ রয়েছে
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.