
বিশেষ প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় ব্যবসায়ী কালু হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি শাওন ওরফে সোহান (৩৫)কে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পিবিআই যশোর।
চলতি বছরের ২০ মার্চ সুরপিন ব্যবসা নিয়ে বিরোধের জেরে শাওনসহ কয়েকজন মিলে কালু হাওলাদারকে হত্যা করে নদীতে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে। রুবিনা খাতুনের দায়ের করা মামলার তদন্তভার বর্তমানে পিবিআই যশোরের অধীনে।
শনিবার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) মো. কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে।
