প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ১২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৩:২১ পি.এম
নড়াইলে বীর মুক্তিযোদ্ধা মোল্লা খবির উদ্দেনের ইন্তেকাল
![]()
নড়াইল
নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকট মোল্লা খবির উদ্দিন শহরের মহিষখোলায় নিজ বাড়িতে শুক্রবার বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি ৫ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি জেলার কালিয়া উপজেলার গাছবাড়িয়া গ্রামের মরহুম আব্দুল মাজেদ মোল্লার ছেলে ছিলেন।
শনিবার বাদ জোহর নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ-এ জানাযা শেষে দুপুর ২টায় তার প্রতি সম্মান জানাতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। নড়াইল জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ^াস মরহুমের কফিনে শ্রদ্ধা জানান। জানাযা ও গার্ড অফ অনার শেষে নড়াইল পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.