নড়াইল
নড়াইলে সদরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শুক্রবার (১০ অক্টোবর) সাড়ে ৩টার দিকে নড়াইল যশোর মহাসড়কের তুলারামপুর হাইওয়ে থানার সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে।
তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট ইমরান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, ট্রাক চালক এনামুল হক, কবিতা, সাথী, রিজিয়া, আন্না, আরিয়ান, রত্না, কল্পনা, আরজিনা, মিনতী, সুভদ্রা, অনিমা, আকাশ, সুলতানা,উর্মিলা সহ বেশ কয়েকজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে যশোর নড়াইল মহাসড়কে আন্তঃজেলা যাত্রীবাহী একটি বাস নড়াইল থেকে যশোরের দিক যাচ্ছিলেন। বিপরীত দিক বেনাপোল থেকে ছেড়ে আসা মালবোঝাই বিআরটিসি একটি ট্রাকের গন্তব্য ঢাকার পথে। পথিমধ্যে তুলারামপুর হাইওয়ে থানার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত ঘটনাস্থলে উপস্থিত হন। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠান।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আমাদের হাসপাতালে ১৫ জন আহত অবস্থায় এসেছেন। তাদেরকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ট্রাক চালক এনামুল ও উর্মিলাকে উন্নত চিকিৎসার জন্য তাদের পরিবার খুলনায় নিয়েছেন।’
তুলারামপুর হাইওয়ে থানায় কর্মরত পুলিশ সার্জেন্ট ইমরান আলী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। স্টেশন অফিসার মো. মাসুদ রানার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কার্যক্রম চালিয়ে বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.