নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র কোরআন মাজিদ অবমাননার দায়ে অভিযোগে হামিম মোল্যা (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সকালে উপজেলার বড়দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার যুবক হামিম মোল্যা কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের রুহুল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত হামিম মোল্যা নামে ওই যুবক পবিত্র কোরআন মাজিদে লাথি মারে কোরআন শরীফের ওপর প্রস্রাব করে। এ সময় স্থানীয় কয়েকজন এ ঘটনা দেখে ফেললে সে ওই স্থান থেকে সে পালিয়ে যায়। পরবর্তীতে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে স্থানীয়রা তাকে খুঁজে মারধরের চেষ্টা করলে অভিযুক্ত হামিম মোল্যা বড়দিয়া বাজারের ব্যবসায়ী জিয়ার দোকানে আশ্রয় নেন। ঘটনা জানাজানির পর স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা অভিযুক্ত ওই যুবকের বিচারের দাবিতে বড়দিয়া বাজারে জড়ো হন। পরে বাজারের ব্যবসায়ীরা নড়াগাতী থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত কিশোর দীর্ঘদিন ধরে নেশাজাতীয় দ্রব্যে আসক্ত ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, নেশাগ্রস্ত অবস্থায় সে এ ধরনের অনভিপ্রেত কর্মকাণ্ডে জড়িয়েছে। তবে এ অভিযোগের ব্যাপারে ওই যুবকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, পবিত্র কোরআন মাজিদ অবমাননার অভিযোগে হামীম মোল্যা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.