নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. জিল্লুর রহমানকে আহবায়ক ও মো. আশরাফুল বিশ্বাসকে সদস্য সচিব করে কমিটির অনুমোদন দেয়া হয়। মো. জিল্লুর রহমান সদ্য বিলুপ্ত নলদী ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। মো.আশরাফুল বিশ্বাস নলদী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) এম এইচ হেমায়েত হোসেন ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. টিপু সুলতানের স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে লোহাগড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেন।
কমিটিতে মো.উজ্জল মোল্যা, মো. খোকন খান, মো.শুকুর বিশ্বাস, রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, ওলিয়ার রহমান, মাসুদুর রহমান, নজির মোল্যা, হুমায়ন বিশ্বাসকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্যের এ আহবায়ক কমিটি ঘোঘণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ধানের শীষের বিপক্ষে কাজ করায় এবং মেয়াদ উত্তীন হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত নতুন করে ৫১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হইল।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.