নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে জিল্লুর সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) দুপুরে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার (১২ জুলাই) দিবাগত রাতে নিহতের বড় ভাই কুলশুর গ্রামের সরদার আলী হোসেন ৩৩ জনের নাম উল্লেখ ও আরো ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর রোববার (১৩ জুলাই) ভোররাতে অভিযান চালিয়ে এজাহার নামীয় ৫ জনকে গ্রেফতার করে কালিয়া থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার বাবুপুর গ্রামের মৃত কেরামত শেখের ছেলে কামরুল শেখ (৪৪) ও তার ভাই খায়রুল শেখ (৩০), একই গ্রামের মৃত সহিদ শেখ ওরফে সাইদ শেখের ছেলে আকাশ শেখ (২৩), জামাল শেখের ছেলে রাতুল শেখ (২৬) এবং হাবিবর শেখের ছেলে সাজিদ শেখ ওরফে সজীব শেখ (১৯)।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, জিল্লুর সরদার হত্যা মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১১ জুলাই) বিকেলে কালিয়া উপজেলার কুলশুর গ্রামের শহীদ এখলাছ উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে হামিদপুর ইউনিয়নের বাবুপুর ও কুলশুর গ্রামের মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। একপর্যায়ে উভয় পক্ষের খেলোয়াড় ও সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এর জেরে সন্ধ্যায় বাবুপুর ফুটবল দলের সমর্থকেরা কুলশুর গ্রামের জিল্লুর সরদারকে তার চাচাতো ভাই মুজিবুর রহমান সরদারের বাড়িতে গিয়ে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাঁ পায়ের রগ কেটে দেয় ও এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.