
নড়াইল প্রতিনিধি
নড়াইলে জমাজমি ও পূর্ব শত্রুতার জের ধরে বনজ ও ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৫ই ডিসেম্বর দিবাগত গভীর রাতে। নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামের স্মরণ দত্তের ছেলে বলাই দত্ত(৩৯) জানান,১৫ই ডিসেম্বর বিকালে আমরা পরিবারসহ খুলনার তেরোখাদায় একটি বিয়ের অনুষ্ঠানে যাই। সেখান থেকে খবর পাই
আমার প্রতিবেশী নির্মল গুপ্ত (৫০), শংকর গুপ্ত, দেবরত সরকার (৩৯) আমাদের জমিতে লাগানো বনজ ও ফলজ গাছ কেটে নিয়ে ফেলেছে।

বলাই দত্ত আরো জানান তাদের সাথে আমাদের জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে। আমার পৈত্তিক ৮০ নং বেনাহাটি মৌজার এস, এ খং নং-৫১৯, আরএস ০৪, সেঃ মেঃ দাগ নং-২৫৯, আর, এস দাগ নং-৭৪৩ দাগের ০৪ শতক জমি প্রায় সময় জোর পূর্বক ভোগদখল করতে যায়। এরই জের ধরিয়া গত ইং ১৫/১২/২০২৫ তারিখ সন্ধ্যার সময় আমার জমিতে থাকা ২০টি ছোট মেহগুনি গাছ, ০৪টি ছোট সুপারি গাছ কেটে অনুমান ২০,০০০/-টাকার ক্ষতি করে। এ বিষয়ে আমি তাদের কাছে কেন গাছ কেটেছে জানতে চাইলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি গালিগালাজ করতে নিষেধ করিলে আমাকে প্রাণ নাশের হুমকি ধামকি দেয়। আমি আমার ও পরিবারের জীবনের নিরাপত্তা ও এই ঘটনার বিচার চাই।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে নির্মল গুপ্ত অস্বীকার করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওলি মিয়া বলেন,ঘটনাটির সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

