প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৪, ১১:১১ এ.এম
নড়াইলে চিত্রা নদীতে গোসলে নেমে পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র রাজ নিখোঁজ

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় চিত্রা নদীতে গোসলে নেমে রাজ শেখ (১২) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে নড়াইল সদর উপজেলার বরাশুলা গ্রামে চিত্রা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ রাজ শেখ বরাশুলা গ্রামের মো.সাইফুর রহমানের ছেলে ও স্থানীয় বরাশুলা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে আছরের নামাজের পর বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে বন্ধুদের সাথে ফুটবল খেলে রাজ। পরে পার্শ্ববর্তী চিত্রা নদীতে সঙ্গীদের সাথে নিয়ে গোসল করতে নামে। তখন নদীতে তীব্র স্রোত থাকায় রাজকে টেনে নিয়ে যায়। এসময় রাজের সঙ্গী ও আশপাশ থেকে স্থানীয়রা এসে নদীতে নেমে খোঁজখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা নিশ্চিত হয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। ডুবুরি দল খুলনা থেকে রউনা দিয়েছে। তারা এসে পৌছালে রাতেই উদ্ধার অভিযান করা হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.