প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ৪:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ১:৫২ এ.এম
নড়াইলে গত বছরের তুলনায় এপ্লাস অর্ধেক ! ১টি মাদ্রাসা থেকে কেউ পাশ করেনি

নড়াইল প্রতিনিধি
নড়াইলে এবারের এইচএসসি/সমমান পরীক্ষায় কালিয়া আলিম মাদ্রাসা থেকে কেউ পাশ করেনি। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, যশোর বোর্ডের অধীনে এবারের বোর্ড পরীক্ষায় কালিয়া আলিম মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছিল ২১ জন। তবে কেউ পাশ করেনি।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দবির উদ্দিন বলেন, এবার বোর্ড পরীক্ষায় মোট ২১ জন পরীক্ষার্থী ফরম-ফিল-আপ করে। এর মধ্যে ১০ জন ছাত্রী এবং ১১ জন ছাত্র। ১০ জন ছাত্রীর মধ্য ৮ জনেরই বিবাহ হয়ে গেছে। সবাই ঠিকমতো ক্লাস করেনি। তাছাড়া বোর্ড পরীক্ষায় ১৫ জন অংশগ্রহণ করে। তবে কেউ পাশ করেনি।
প্রসঙ্গত, এবার জেলায় জেনারেল শাখায় ১শ ২৬জন, কারিগরি শাখায় ৩ জন এবং মাদ্রাসা পর্যায়ে ৫ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে জেনারেল শাখায় সর্বোচ্চ ৭২ জন জিপিএ-৫ পেয়েছে। এর পরই লোহাগড়া সরকারি আদর্শ কলেজ থেকে জেনারেল শাখায় ৯জন জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় জেলায় এবার জিপিএ-৫ এর সংখ্যা অর্ধেকের নীচে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.