নড়াইল প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ (লোহাগড়া-সদর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. মনিরুল ইসলামের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে লোহাগড়া লক্ষ্মীপাশার ঐতিহ্যবাহী মোল্যার মাঠে অনুষ্ঠিত এই সভায় কলস প্রতীকের সমর্থনে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বক্তব্য ও রাজনৈতিক সংহতি সদ্য বহিষ্কৃত লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলস প্রতীকের প্রার্থী মো. মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমি নড়াইল-লোহাগড়ার আপামর জনসাধারণের প্রতিনিধি হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছি। তৃণমূলের মানুষের প্রত্যাশা পূরণে লোহাগড়াবাসী এবার কলস প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে বলে আমার বিশ্বাস।" তিনি আরও যোগ করেন, জনগণের এই স্বতঃস্ফূর্ত গণজোয়ার প্রমাণ করে কলস প্রতীকের বিজয় এবার নিশ্চিত।
নেতাকর্মীদের উপস্থিতি সদ্য বহিষ্কৃত লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মশিয়ার রহমান সান্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জুলফিকার মন্ডল, সদ্য বহিষ্কৃত জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ মো. মুজাহিদুল ইসলাম পলাশ, মো. তেলায়েত হোসেন, কাজী সুলতানুজ্জামান সেলিম, মো. মিলু শরিফ এবং জেলা মৎস্যজীবী দলের সভাপতি মিলন ঘোষ। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মনিরুল ইসলামের নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
জনসমুদ্রে পরিণত মোল্যার মাঠ দুপুর থেকেই লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার সমর্থক ব্যানার, ফেস্টুন ও কলস প্রতীকের প্রতিকৃতি নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে জনসভাস্থলে আসতে শুরু করেন। বিকেলের মধ্যেই পুরো মোল্যার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়। মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.