
নড়াইল প্রতিনিধি
দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করায় নড়াইলে দলের শীর্ষ ছয়নেতাকে দল থেকে বহিস্কারের পর নড়েচড়ে বসেছে লোহাগড়া উপজেলা ও পৌরকমিটি। এরই ধারাবাহিকতায় লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জরুরি বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মাঠ সংলগ্ন কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতানের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডঃ ফরিদুজ্জামান ফরহাদ।
তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। এখানে রাজনীতি করতে হলে অবশ্যই দলের সিদ্ধান্ত মানতে হবে। দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার পক্ষেই সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি নেতৃবৃন্দকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আসাদুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, মেহেদী বিশ্বাস, মিল্টন জমাদ্দার, আবু হায়াত সাবু, রইসউদ্দিন পলু, ইউসুফ আলী, রঞ্জু বিশ্বাস, এনামুল হক চন্দন, হান্নান, জিকরুল মোল্লা প্রমুখ।
বক্তারা দলীয় সিদ্ধান্তের প্রতি অবিচল থেকে সকলে মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেন। তাদের মতে, এর কোনো বিকল্প নেই।

