প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৩:২৩ পি.এম
নড়াইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
![]()
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার ৩নং চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো.হাবিবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের সাতজন নির্বাচিত সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকে হাবিবুর রহমান এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন এবং পরিষদের বিধিবিধান লঙ্ঘন করছেন। উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাৎ, পুরাতন আসবাব মেরামতের নামে ১ লাখ ৬৮ হাজার টাকা উত্তোলন, নিজের বাড়ির সামনে রাস্তা নির্মাণ প্রকল্পে অনিয়মসহ একাধিক অভিযোগ তোলা হয়েছে।
সদস্যরা আরও জানান, চেয়ারম্যান রাজস্ব তহবিলের অর্থ এককভাবে ব্যয় করেন, সদস্যদের ভাতা প্রদান করেন না এবং সাদা কাগজে স্বাক্ষর নেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে কী অভিযোগ দেওয়া হয়েছে, তা জানি না। সদস্যদের দাবিদাওয়া অনুযায়ী উন্নয়ন সহায়তার টাকা দিয়েছি।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.