
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত ওদুদ শেখের ছেলে তুষারকে সুজ দিয়ে চোখ ফুটো করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

২২ নভেম্বর শনিবার সকালের দিকে দিঘলিয়ার নোয়াগ্রাম বয়রা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ডাকাত তুষার গুরুতর আহত হওয়ায় স্বজনরা প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করেন।
বয়রা গ্রামের লোকমান জানান, লোহাগাড়া থানার বয়রা গ্রামে রাস্তায় পাশে কে বা কারা কুখ্যাত ডাকাত তুষারকে ফেলে দিয়ে গেছে। এই কুখ্যাত তুষার ডাকাতের অত্যাচারে নড়াইল জেলার লোক রাতে শান্তিতে ঘুমাতে পারে না। তার নামে ১০/১২ টা ডাকাতি মামলা চলমান, কিছুদিন আগে জেল থেকে বেরিয়ে আবার ও মানুষের ঘুম হারাম করে দিয়েছে। সে ডাকাতি করতে গেলে সেই বাড়ি সুন্দরী মহিলা থাকলে ধর্ষন করে। এর আগে লোহাগড়া থানাবাসী তাকে নিয়ে মানববন্ধন করেছে। তার এই ঘটনা শোনার পর থেকে লোহাগড়া থানা বাসী আনন্দ উল্লাসে হাজারও বার শুকরিয়া আদায় করছে। যারা তার চোখ ছিদ্র করছে তাদের জন্য গ্রামের মহিলারা নামাজ পড়ে দোয়া করতেছে। আল্লাহ এক কুখ্যাত ডাকাত সন্ত্রাসী এবং ধর্ষনকারীর হাত থেকে এবার মনে হয় সবাই মুক্তি পেয়েছে।
ঘটনার বিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত অভিজিৎ কুমার রায় বলেন “তুষারকে কে বা কারা মারধর করেছে শুনেছি। এঘটনায় তার পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। আমরা আগে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছি। পরবর্তীতে অভিযোগ পেলে আইনের ব্যবস্থা নিবো।
পুলিশ সূত্রে জানা গেছে, তুষারের বিরুদ্ধে লোহাগড়া থানা সহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি সহ অন্যান্য একাধিক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত।
এদিকে তুষারের স্বজনরা অভিযোগ করে বলেন, “আমরা থানায় এসে ন্যায় বিচার পাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমাদের আগে চিকিৎসা করানোর কথা বলা হয়েছে। আমরা তুষারের ওপর হামলার সঠিক বিচার চাই।”
স্থানীয় সূত্র বলছে, সাম্প্রতি সময়ে এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এ ঘটনা ঘটতে পারে। অপরদিকে তুষারকে মারপিটের ঘটনায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ,মহিলারা নামাজ পড়ে দোয়া করেছে।

