নড়াইল প্রতিনিধি
নড়াইলের মানুষের পাশে থেকে জনগণের সেবার কাজ করে যেতে চাই। নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ এসব কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে (নড়াইল- লোহাগড়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নের প্রত্যাশায় শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে বিশাল এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভীর জর্জ এর পক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল ২ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জর্জ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান৷ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, সাবেক কৃষক দল নেতা মোস্তফা কামাল মোস্ত,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলি খান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমুখ।
সংসদীয় আসন নড়াইল ২ এর বিভিন্ন এলাকা থেকে আগত জেলা - উপজেলা - থানা -পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আগামী নির্বাচনে নড়াইল ২ এ ধানের শীষের প্রার্থী হিসেবে শাহরিয়ার রিজভী জর্জকে মনোনয়ন দেয়ার জন্য তারেক রহমানের প্রতি আহ্বান জানান, এছাড়াও বক্তারা আরো বলেন তারেক রহমান যাকে ধানের শীষের যোগ্য মনে করে মনোনয়ন দেবেন শাহরিয়ার রিজভী জজের নেতৃত্বে সবাই ধানের শীষের পক্ষে কাজ করবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.