নড়াইল প্রতিনিধি
নড়াইলের তুলারামপুর বাজারে ক্ষতিপূরণের টাকা গ্রহণ করে ঘর না ভেঙ্গে আবারো নতুন ঘর করছেন জিলু গোলদার। এ নিয়ে বাজারে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
জিলু গোলদার পেড়োলী গ্রামের- মৃত ওয়াদুদ গোলদারের ছেলে।
জানা গেছে জিলু গোলদার জাউকার নিকট থেকে ক্ষতিপূরনের টাকা নিয়েও তার স্থাপনা অপসারণ করে নাই। এ ছাড়া বর্তমানে ঈদুল-আযহার সরকারী ছুটির সময় ব্যক্তিগত উদ্দেগ্যে সরকারের অগচরে পুনরায় বৃহৎ আকারে অনুমতি ব্যতিত নতুন স্থাপনা তৈরীর কাজ করছে। অদ্যবদি অন্যান্য ক্ষতিগ্রস্থদের কাহারো বরাদ্দের কাজ সম্পন্ন হয় নাই।
এ ঘটনায় বাজারের বৈধ ব্যবসায়ীরা এ ধরনের অনৈতিক কাজ করা জিলু গোলদারকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে এসিল্যান্ড বরাবরে লিখিত আবেদন করেছেন।
অসাধু উপায়ে যাহাতে স্থাপনা না করতে পারে এবং ক্ষতিগ্রস্থদের সকলে বরাদ্দ পাওয়ার কাজ সুগম হয় তার আহ্বান জানান।
এ বিষয়ে জিলু গোলদার বলেন,আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি এখন থেকে আর ঘরের কাজ নতুন করে করবো না
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.