নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঝিকিরা গ্রামে ৩২ দলীয় হাডুডু খেলার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। উদ্বোধনী খেলায় কামাল প্রতাপ হাডুডু দল ২-১ গোলে ঈশানগাতি দলকে পরাজিত করে বিজয়ী হয়। জিকিরা গ্রামবাসী ও পার্শ্ববর্তী এলাকাবাসীর আয়োজনে ৪২ নং ঝিকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩২ দলিয় হা,ডু,ডু টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলা শুরু হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে নাম রয়েছেন নড়াইল ২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার।
১৩ অক্টোবর শুক্রবার রাতে উদ্বোধন করেন, বিশেষ অতিথি লক্ষ্মীপাশা ইউনিয়নের চেয়ারম্যান এস,এম নুর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদেের সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম( কচি),কামরুপদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এম রেজাউল করিম টুলু,
লোহাগড়া উপজেলার বিআরডিবি চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, এম,এম,রাশেদুল হাসান রাশেদ।
সাবেক মেম্বার মোঃ রবিউল ইসলাম মোল্লার সভাপতিত্বে খেলা পরিচালনা করেন মোঃ তোহিদুর রহমান, লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ঠান্ডু মোল্লা,তায়েব বিশ্বাস, রিয়াজুল মোল্লা,এবং মোঃ হাসান শেখ, কে এম খুরশিদ আলম, মেম্বার শেখ কামাল,নাজমুল হাসানসহ কমিটির আরও অনেকে।
আয়োজক কমিটি জানান,১৫ শত টাকা এনটিফিতে খেলায় অংশগ্রহণ করা যাচ্ছে।
উক্ত খেলার প্রথম পুরস্কার ১ টি ১শত সিসি মটর সাইকেল,
এবং দ্বিতীয় পুরস্কার ১ টি ৮০ সিসি মটর সাইকেল।
উক্ত খেলাটি সুন্দর পরিবেশে চেয়ারে বসে দেখার সুযোগ রয়েছে, এবং আগত অতিথিদের গাড়ি রাখার জন্য সুব্যবস্থা আছে।
উদ্বোধনের প্রথমে খেলায় অংশগ্রহণ করেন কামাল প্রতাপ হাডুডু দল বনাম ঈশানগাতি হাডুডু দল।
লেখা চলা সময়ে মাঠের চারিদিকে হাজার ও দর্শকের ভিড় দেখা গেছে।এবং ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাটি দেখে তাদের মধ্যে আনন্দ উল্লাস দেখা গিয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.