প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৫:৪৬ পি.এম
নড়াইলের কালিয়ায় রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ, উভয় পক্ষের ৬ জন আহত

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার কামশিয়া গ্রামে বাড়ির সীমানা দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতরা সকলকেই চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নড়াগাতী থানার কামশিয়া গ্রামের হাবিবুর রহমান মুন্সি ও কাবিল মুন্সি ওরফে রাজু মুন্সি এই দুই প্রতিবেশী পরিবারের মধ্যে দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার (৪ অক্টোবর) অনুমান দুপুর ১২টার দিকে কাবিল মুন্সির পক্ষেও লোকজন হাবিবুর রহমানের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা চালায়। এ সময় হাবিবুর রহমানের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- আছাদুজ্জামান মুন্সির ছেলে রমজান মুন্সি (৪০), লুলু মুন্সি (৩৫)ও জুয়েল মুন্সি (৪০), হাবিবুর রহমানের ছেলে মুন্সি আব্দুল্লাহ বাদশা (২৫), মৃত আকরাম মুন্সির ছেলে সোহেল মুন্সি (২৭) এবং রাঙ্গু মোল্যার ছেলে জাকারিয়া মোল্যা (২০)। তারা গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান চিকিৎসাধীন আছেন।
উপজেলার নড়াগাতী থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত। তবে কোন পক্ষই অভিযোগ করেননি। আভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওই গ্রামে অতিরিক্ত ফোর্স টহল দিচ্ছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.