
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল কুমার মল্লিকের বিরুদ্ধে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, সবজি ও বোরো ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণের কথা থাকলেও বাবরা-হাচলা ইউনিয়নে তা সঠিকভাবে বিতরণ করা হয়নি। বরং অধিকাংশ মালামাল আত্মসাৎ করা হয়েছে,তাতেও অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
ওই ইউনিয়নের কৃষক আলী খাঁ এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খুলনা আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, একই পরিবারের একাধিক সদস্যকে প্রণোদনার তালিকাভুক্ত করা হয়েছে- যাদের বাস্তবে কোনো চাষাবাদ নেই, কিন্ত তাদের নামেও মালামাল বরাদ্দ দেখানো হয়েছে।
এছাড়া অভিযোগ রয়েছে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষি অফিস থেকে বীজ ও সার এনে বাবরা গ্রামের একটি দোকানে রেখে কিছু কৃষকের কাছে তা বিক্রি করেন। এ সময় কৃষকদের মাস্টার রোলে স্বাক্ষর নেওয়া হয়নি। অন্যদিকে তালিকাভুক্ত অনেক কৃষক তাদের প্রাপ্য মালামালই পাননি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল কুমার মল্লিক বলেন,‘কিছু অনিয়ম হতে পারে, তবে সব অভিযোগ সত্য নয়।’

