নওয়াপাড়া হাইওয়ে থানায় হামলা, আ,লীগের ঝটিকা মিছিল

অভয়নগরে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী অসহযোগ আন্দোলন
নওয়াপাড়া হাইওয়ে থানায় হামলা, জানালার কাঁচ ভাঙচুর
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নওয়াপাড়া হাইওয়ে থানায় হামলা চালান হয়। গতকাল বোববার দুপুর বারটারদিকে হামলা চালিয়ে আন্দোলনকারীরা হাইওয়ে থানা ভবনের সম্মুখ ভাগের এক তলা থেকে চারতলা পর্যন্ত সমুদয় জানালার কাঁচ ভাঙচুর করে ও সড়কে টায়র জ¦ালিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন ও পুলিশ জানিয়েছে, গতকাল রোববার সকাল দশটা থেকে দেড়টা পর্যন্ত প্রায় একশত ছাত্র উপজেলার নওয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে অবস্থান করে। এসময় আন্দোলনকারীরা মহাসড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এর আশেপাশে জামাত বিএনপির সহ¯্রাধিক নেতা-কমী অবস্থান নেয়। বিক্ষোভকারীরা উপজেলার বেঙ্গল মিল গেট থেকে ফেরিঘাট পর্যন্ত এলাকায় মহাসড়কের উপর চার-পাঁচ জাগায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। বেলা বারোটার দিকে জামাত শিবিরের কয়েকশত নেতা কর্মী মিছিল নিয়ে হাইওয়ে থানা আক্রমণ করে। এ সময় দায়িত্বরত সিকিউরিটিরা দ্রæত থানার সামনের গেট বন্ধ করে ভিতরে গেলে আন্দোলনকারীরা মহাসড়কের উপর থেকে রেল লাইন থেকে আনা পাথর ছুড়ে চারতলা বিল্ডিংয়ের সামনের ৩৫ টি জানালার সবকটির কাঁচ ভাঙচুর করে এবং সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এরপর অভয়নগর থানা থেকে পুলিশ গেলে বিক্ষোভকারীরা ঘটনাস্থান ত্যাগ করে। এ ঘটনারপর থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়টি সরজমিনে জানার জন্য হাইওয়ে থানায় গেলে থানার প্রধান গেট তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। একজন কনসটবল কে ডেকে তালা খুলে দিতে বললে তিনি জানান। স্যারের নির্দেশ না পেলে তালা খোলা যাবে না। এ ব্যাপরে জানতে বার বার নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. লিয়াকত আলী কে একাধিক বার মোবাইল ফোনে কল করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে উপজেলা আ.লীগের উদ্যোগে ওই একই সময় নওয়াপাড়া নগরে একটি শান্তি মিছিল বের হয়। মিছিটি উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উত্তরা ব্যাংক পর্যন্ত গিয়ে শেষ হয়। এ ছাড়া ওই দিন বিকালে উপজেলা আ.লীগের উদ্যোগে আরো একটি শান্তি মিছিল বের হয়। মিছিলে প্রায় তিন হাজার নেতা কর্মী অংশ গ্রহণ করে।