আলামঙ্গীর হোসেন- শিল্প বাণিজ্য বন্দর নগরী নওয়াপাড়ার ব্যস্ততম এলাকা স্বাধীনতা চত্বর।চৌরাস্তার মিলন স্থান হওয়ায় এখানে যানজট লেগেই থাকে।প্রতিদিন এখানে গভীর রাত পর্ন্তীন বিরামহীন ভাবে যানবাহন চলাচল করে।রাস্তা ক্রসিং এর নিয়ম না মানায় যানজট লেগে থোকে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।স্বাধীনতা চত্বরের আশপাশে যানবাহন সিরিয়ালে রেখে ভ্যান স্টান্ড, ইজিবাইক স্টান্ড, সিএনজি ইস্টান্ড সহ ৫টি স্টান্ড বাসানো হয়েছে।স্টান্ডে বসে স্টাটারের নামে নিয়মিত চাঁদা আদায় করা হয় এখানে।আর এ কারণে যানজটের সৃষ্টি হয় বলে পথচারীরা জানিয়েছেন।এ ব্যপারে থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচা্র্য্ মো: রাকীবুজ্জামান বলেন, ওখানে লোকজন নিয়ম শৃঙ্খলা মানে না যে যার খুশি মতো যান বাহন চালায়। যে করনে যানজট লেগে থাকে।এখানে একজন ট্রাফিক দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। তিনি আরো বলেন, স্টাটারের নামে চাঁদা নেওয়া হচ্ছে এমন অভিযোগ আমার কাছে নেই। চাঁদা আদায় ও যানবাহন জমা করে রাখলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.