নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে মাদক-সহ আরো এক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টর:যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে মাদক-সহ রুহুলআমিন (৩৬) নামে আরো এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ।
জানা যায়, ২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮ টায় অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডলের নেতৃত্বে, এসআই শাহ্আলম, এসআই বনিআমিন, এসআই আকরাম হোসেন সহ থানা পুলিশের একটি চৌকস টিম নওয়াপাড়া স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনী ( আরএনবি) অফিসের উত্তর- পূর্বপাশের শিশুতলা এলাকায় রেলওয়ে ভূমির অবৈধ দখলকৃত কুড়ে ঘরে অভিয়ান চালিয়ে,৭০০ গ্রাম গাজা ও ২০ পিচ ইয়াবা এবং নগদ ২২০০/ টাকা-সহ মৃত- খলিলুর রহমানের পুত্র মোঃ রুহুলআমিন কে গ্রেফতার করে। এর আগে গত মঙ্গলবার রাত ১১টায় িথানা পুলিশ অভিযান চালিয়ে বৌবাজার এলাকা থেকে মহাম্মাদ আলী ও তাজু মোল্যা ইয়াবা সহ গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্য এ কে এম শামীম হাসান বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাজা, ২০ পিস ইয়াব ও মাদক বিক্রি’র নগত ২২০০ টাকা-সহ রুহুলআমিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে মামলা নং-২ আসামী আদালতের মাধ্যমে জেল হাজতে চালান দেওয়া হয়েছে।’