নওয়াপাড়া মশিয়াহাটী সড়কের ভাঙ্গন রোধে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির স্মারক লিপি প্রদান

অভয়নগর প্রতিনিধি: নওয়াপাড়া মশিয়াহাটী সড়কের ভাঙ্গন রোধ করার দাবিতে অভয়নগর উপজেলা চেয়ারম্যানের নিকট বৃহস্পতিবার সকালে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি স্মারক লিপি প্রদান করেছে । স্মারক লিপিতে উল্লেখ করা হয়। নওয়াপাড়া-মশিয়াহাটি রাস্তাটির সরখোলা, ডুমুরতলা ও হাটগাছা গ্রামের বেশ কয়েকস্থানে রাস্তার উভয়পাশে দির্ঘদিন ভাঙ্গন দেখা দিয়েছে। চলতি বর্ষা মৌষুমে ভাঙ্গন প্রক্রিয়া আরও জোরদার হয়েছে। এলাকাবাসীর আশংকা দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে খুব শিঘ্রই রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়বে।
স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন ভবদহ পারি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিত বাওয়াী, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সদস্য শিবপদ বিশ^াস,কানু বিশ^াস,বাবু বিশ^াস,অমিতাভ টিকাদার প্রমুখ।