অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে নওয়াপাড়া পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমি ফাইনাল খেলায় যশোরের শামছুল হুদাকে ( ১-০) গোলে পরাজিত করে খুলনার শেখ কামাল স্মৃতি সংসদ একাদশ ফাইনালে উত্তীর্ণ হয়েছে। রবিবার বিকাল ৩ টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ২য় মেয়র কার্প ফুটবল টুর্ণামেন্ট এর ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উভয় দলেই দেশের নামকরা খেলোয়ার অংশগ্রহণ করেন।
তুমুল প্রতিদ্ব›দ্বীতা নিয়ে খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করে। খেলার প্রথমার্ধ গোল শুন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে ২৮ মিনিটে মাথায় খুলনার নাজমুল একটি গোল করে ।খেলার নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খুলনার শেখ কামাল স্মৃতি সংসদ ১-০ গোলে বিজয়ী হয়ে ২য় দল হিসাবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
খেলায় শেখ কামাল স্মৃতি সংসদের ১১ নং জার্সি পরিহিত খেলোয়াড় নাজমুল সেরা খেলোয়াড় নির্বাচিত হন।আগামী ৯ ফেব্রæয়ারী শুক্রবার বিকাল ৩ টায় রাজবাড়ী জেলা ফুটবল একাদশ ও শেখ কামাল স্মৃতি সংসদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.