নওয়াপাড়া পৌরসভার রাস্তা অটোবাইক ও ব্যাটারীচালিত ভ্যনের দখলে, জনজীবন দূর্বিষহ

আলমগীর হোসেন, অভয়নগর প্রতিনিধি
অভয়নগর নওয়াপাড়া পৌরসভার সব রাস্তা ঘাট এখন ব্যাটারীচালিত অবৈধ ভ্যান অটোবাইক সহ বিভিন্ন যানবাহনের দখলে । সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত দূর্ঘটনা শিকার হচ্ছে। নূরবাগ থেকে জগবাবুর মোড়, হসপিটাল মোড়, স্বাধীনতাচত্বর চার রাস্তার মোড় হয়ে গোহাটা রাস্তা, ও মডেল মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত পুরো রাস্তা ঘাট এসব ব্যাটারীচালিত যানবাহনের ষ্ট্যান্ড হওয়ার কারণে, সকাল থেকে রাতপর্যন্ত, থেকে থেকে যানজটের কারণে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সরজমিন ঘুরে দেখা গেছে শত শত এসব যানবাহন রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে। পায়ে হেঁটে যেতে ও মানুষ ভোগান্তির পাশাপাশি দূর্ঘটনা শিকার হচ্ছে। দেখার কেউ নেই। বিনাপরিশ্রমে বেশি টাকা রোজগার হওয়ায় অধিকাংশ স্কুল পড়ুয়া অল্প বয়সী ছেলেরা ভ্যান চালানোর পেশায় ঝুঁকছে। সরখোলা গ্রামের অলিয়ার বলেন , অন্য কাজে কষ্ট হয়, কিন্তু ব্যাটারী চালিত ভ্যানে কষ্ট নাই রোজগার ভালো তাই ভ্যান চালাই। এক প্রশ্নের জবাবে ধোপাদীর রমজান বলেন, যদি আগের মতো ভ্যান পায়ে চালানো হতো তাহলে নওয়াপাড়ায় ভ্যান খুঁজে পাওয়া যেতো না।বুইকরা গ্রামের ভ্যানচালক নাম না বলার স্বার্থে বলেন প্রায় সব ভ্যানচালক কোন না কোন মাদকে আসক্ত। অবৈধ এসব যানবাহন ও যানজট নিরসনে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিকুর রহমান সাহেব বলেন , হাইওয়ে রাস্তার ২০ গজের ভিতরে আলো-আঁধারির আমরা সব ধরনের দায়িত্ব পালন করি, এর বাইরে কোন কিছু করা আমাদের পক্ষেসম্ভব নয়। অভয়নগর থানা লোক বলের অভাবে বাড়তি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছে। এখানে উল্লেখ্য যানযট নিরসনে কয়েকবার প্রশাসনের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হলেও , যানযট নিরসনে বাস্তবিক কোন ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না।