নওয়াপাড়া পীর কেবলা মুজিব বাহিনীর প্রশিক্ষক রফিকুজ্জামানকে সংবর্ধনা

স্টাফ রির্পোটার : মুক্তিযুদ্ধ কালিন মুজিব বাহিনীর প্রশিক্ষক ছিলেন নওয়াপাড়ার পীরকেবলা রফিুজ্জামান। তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসা নিয়ে অনেক দিন পর সুস্থ্য হয়ে দেশে ফিরেছেন। তার সুস্থ্যতা কামনা করে ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক হিবাবে অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সংংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবর্ধণা প্রদান করা হয়।অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র আহবায়ক মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ,লীগের সভাপতি এনামুল হক বাবুল, মুক্তিযোদ্ধা অধীর কুমার পাড়ে, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু,আবুল হোসেন, মুক্তিযোদ্ধা ও উপজেলা আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, আ,লীগের সহ সভাপতি সানা আব্দুল মান্নান, আ,লীগ নেতা ফারাজী নজরুল ইসলাম. বিশিষ্ট শ্রমিক নেতা রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যাক্ষ রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা আবজাল হোসেন, মনিরুজ্জামান প্রমুখ।