Type to search

নওয়াপাড়া ইনিষ্টিটিউটে সাবেক হুইপ আব্দুল ওহাবের মতবিনিময় সভা

অভয়নগর

নওয়াপাড়া ইনিষ্টিটিউটে সাবেক হুইপ আব্দুল ওহাবের মতবিনিময় সভা

 

স্টাফ রিপোর্টার : অভয়নগরে নওয়াপাড়া ইনিষ্টিটিউট অডিটরিয়ামে গতকাল বিকালে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ আব্দুল ওহাবের নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভবদহ সংক্রান্ত সমস্যার সমাধান, নওয়াপাড়া বাইপাস সড়ক নির্মান, ভৈরব উত্তর জনপদের জন্য প্রশাসনিক সুবিধা প্রদান, অভয়নগরের উন্নয়ন, মা ও শিশু হাসপাতাল সচলকরণ, নড়াইল-ফুলতলা রোড (হাইওয়ে) ব্রিজ তৈরীর উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সুন্দলী ইউনিয়ন আ’লীগ সভাপতি অধীর কুমার পাঁড়ে। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। এসময় অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, সাবেক কাউন্সিলর ফারুক হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন আহমেদ, সুন্দলী ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস, বাঘুটিয়া ইউনিয়ন আ’লীগের সিনিয়ার সভাপতি আতিয়ার রহমান, প্রেমবাগ ইউনিয়নের ডাক্তার মতিয়ার রহমান, শুভরাড়া ইউনিয়নের সাবেক ওয়ার্ড সদস্য জগদীশ শিকদার, বাঘুটিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শওকত মল্লিক, অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আজিজুর রহমান, আ’লীগ নেতা ভারত মল্লিক, আনন্দ মোহন ধর, ধনঞ্জয় সরকার, পলাশ বিশ্বাস প্রমূখ। বিশ্বাস