Type to search

নওয়াপাড়া ইনষ্টিটিউটে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান

অভয়নগর

নওয়াপাড়া ইনষ্টিটিউটে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান

অভয়নগর প্রতিনিধি:
অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনষ্টিটিউটের সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে, বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল , দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন ও নাভানা গ্রæপ,ঢাকার যৌথ সহযোগিতায় বুধবার দিনব্যাপী ইনস্টিটিউটের অফিস কক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। দূর্যোগ পূর্ণ আবহাওয়া মধ্যে সাড়ে চারশত নারী পুরুষ এই চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের চিকিৎসক সুমন হোসেন, জুবায়ের রিয়েল, মিজানুর রহমানসহ ১০ সদস্যের একটি মেডিকের টিম এসময় রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন।
জানা গেছে, সাড়ে চারশত রোগীর মধ্যে একশত দশ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশন জন্য বাছাই করা হয়। এরমধ্যে ৫৫ জন রোগীকে বিএনএসবি নিজস্ব পরিবহনে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের বৃহস্পতিবার হাসপাতালে অপারেসনের জন্য নেওয়া হবে। চিকিৎসা সেবা কালিন উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইনষ্টিটিউটের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ,ক্রিড়া সম্পাদক সঞ্জয় রায়,সমাজ কল্যাণ সম্পাদক রোকনুজ্জামান বাদশা,সদস্য লিটন কুমার কুন্ড প্রমুখ। চিকিৎসা নিতে আসা সাবিনা বেগম (৫৬) বলেন,‘ দীর্ঘদিন যাবত চোখের ছানি পড়ার কারণে ভাল ভাবে চোখে দেখি না । আর আমার পরিবারের পক্ষে এতো টাকা খরচ করা সম্ভব হচ্ছিল না । আজ নওয়াপাড়া ইনষ্টিটিউটের কারণে আমার চোখের অপারেশন করা সম্ভব হচ্ছে।’