নওয়াপাড়ায় সড়কে প্রাণগেল প্রধান শিক্ষিকার

ভ্রাম্যমান প্রতিনিধি:
অভয়নগর উপজেলার ধোপাদী মডেল এডাস স্কুলের প্রধান শিক্ষিকা কাঞ্চন পাল(৫৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি এক সপ্তাহ আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পাশে বালি ব্যবসায়ীর তৈরি অপরিকল্পিত বিট পার হতে গিয়ে মটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে মাথায় আঘাপ্রাপ্ত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক সপ্তাহ আইসিইউতে চিকিৎসারত অবস্থায় সোমবার বেলা ১১টায় তার মৃত্যু হয়।
তাকে শেষ শ্রদ্ধা জানাতে প্রথমে তার প্রিয় বিদ্যাপীঠ ধোপাদী মডেল এডাস স্কুলে নেওয়া হয়। সেখানে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর, আসন্ন জেলা পরিষদ নির্বচনে ১০ নং ওয়ার্ডের প্রাথী আব্দুর রউফ মোল্য, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন, ধোপাদী মডেল এডাস স্কুলের প্রতিষ্ঠা কালিন সভাপতি অসিত বোস, উপজেলা বিএনপি নেতা মশিয়ার রহমান সরদার, বিশিষ্ট শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম সরদার, তার সহকর্মীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। কাঞ্চন পাল ধোপাদী গ্রামের মৃত নেপাল পালের মেয়ে। তিনি স্বাস্থ্যগত কারনে অবিবাহিতা ছিলেন।