নওয়াপাড়ায় সারে ওজনে কম দেওয়ায় অভয়নগর ট্রান্সেপোর্টকে ৫০ হাজার টাকা জরিমানা

নওয়াপাড়ায় সারে ওজনে কম দেওয়ায় অভয়নগর ট্রান্সেপোর্টকে ৫০ হাজার টাকা জরিমানা
নওয়াপাড়া অফিস:
দেশের বৃহত্তম সারের মোকাম নওয়াপাড়ায় ওজনে কারচুপি করার দায়ে সরকারি সার পরিবহনকারী প্রতিষ্ঠান অভয়নগর ট্রান্সেপোর্ট’র মালিক নাজমুল হক (খোকন) কে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমান করে তা আদায় করে। সারের বাজার পরিদর্শণ কালে শনিবার সকালে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন এ দন্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, যশোর অঞ্চলে সরকার নির্ধারিত দামের থেকে অতিরিক্ত মূল্যে সার বিক্রি হচ্ছে এ ধরনের খবর পত্র পত্রিকায় প্রকাশের পর উপরি মহলের নির্দেশে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি বাজার পরিদর্শণে নামে। শনিবার সকালে তারা বিএডিসি’র সার পরিবহনকারী প্রতিষ্ঠান অভয়নগর ট্রান্সেপোর্ট এজেন্সির গুদামে অভিযান চালায়। এ সময় এমওপি (মিউরেট অপ পটাশ) সারের ৫০ কেজি ওজনের প্রতি বস্তায় ৫শ গ্রাম থেকে এক কেজি কম পাওয়া যায়। ওই গুদামে তখন ১২শ বস্তা এমওপি সার মজুদ ছিলো। পরিবহনকারি ওই প্রতিষ্ঠান বিএডিসি’র মাধ্যমে সরকারি ভাবে আমদানি করা সার জাহাজ থেকে নামিয়ে ৫০ কেজি ওজন করে বস্তা ভর্তি করে। পরে ওই সার জেলা গুদামে পরিবহনের দায়িত্ব তারা পালন করে। সরকারি সার পরিবহনকারি ওই প্রতিষ্ঠান দীর্ঘদিন বস্তা ভর্তি করার সময় ওজনে কম দিয়ে আসছিলো।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানী বলেন, ‘অভয়নগর ট্রান্সেপোর্ট এর বিরুদ্ধে অভিযোগেআছে তারা খোলা সার বস্তা ভর্তি করার সময় ওজনে কম দেয়। শনিবার বাজার মনিটরিং কালে তার গুদামে এমওপি সারের ৫০ কেজি ওজনের বস্তা পরীক্ষা করে প্রতিবস্তায় ৫শ গ্রাম থেকে এক কেজি করে ওজন কম পাওয়া গেছে। ওজনে কম দেওয়ার দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক নাজমুল হক খোকনকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।’
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃর্ষি কর্মকর্তা, থানার অফিসার ইনচার্য একেএম শামীম হাসান সহ সংশিষ্ট দপ্তরের কর্মচারী বৃন্দ।