নওয়াপাড়ায় ভৈরব নদে কুমির ; আতংকে তীরের বাসিন্দা

অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদের চরে এক বিশাল আকৃতির কুমির দেখা গেছে। কুমিরটি দেখতে হাজার হাজার মানুষের ভীড় জমে। বুধবার বিকাল সাড়ে তিনটার সময় কুমিরটি নওয়াপাড়া মধ্যপুর এলাকায় নদের পাড়ে উঠে বিশ্রাম করছিলো। গত মঙ্গলবারও সেখানে তিনটি কুমির দেখে এলাকাবাসী। কুমির দেখার পর এলাকায় আতংক বিরাজ করছে।
নোঙ্গর করা জাহাজের শ্রমিক কুদ্দুস আলী নামে একজন কুমিরটিকে ডাঙ্গায় দেখতে পায়। এখবর ছড়িয়ে পড়লে পাশের মধ্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাবন্য সাহা ঘটনাস্থলে এসে কুমিরের রোদ পোহানো ভিডিও ও ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিলে হাজার হাজার মানুষ কুমিরটি দেখতে নদের পাড়ে ভীড় করে।
মধ্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লাবন্য সাহা বলেন, এলাকার মানুষের মুখে খবর পেয়ে নদের পাড়ে এসে বিকাল সাড়ে ৩ টায় কুমিরটি দেখতে পাই। এসময় আমি ভিডিও করে এবং ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেই। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার হাজার হাজার মানুষ কুমিরটি দেখতে নদের পাড়ে ভীড় করে। বিকাল সাড়ে ৪টার পর কুমিরটি আবার নদে চলে যায়। তিনি জানান কুমিরটি দেখার পর এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
অভয়নগর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড: মো: আবুজার সিদ্দিকী বলেন, গত মঙ্গলবারও তিনটি কুমির দেখা গিয়েছিল। আজও বিকালে একটা কুমির একই স্থানে ডাঙ্গায় উঠে রোদ পোহাচ্ছিল। এটা ৪/৫ ফিট হতে পারে। ধারনা করা হচ্ছে এটা সুন্দরবন এলাকার মিঠাপানির কুমির। খাদ্য সংকটের কারণে এ এলাকায় চলে আসতে পারে।