নওয়াপাড়ায় প্রথম দিনে ফ্যামিলি কার্ডে টিসিবি পন্য পেল ২ হাজার ৫৫২জন

নওয়াপাড়া অফিস:
অভয়নগরে প্রথম দিনে ২ হাজার ৫৫২জ কে টিসিবি পন্য দেওয়া হলো। সারা দেশের ন্যয় অভয়নগর উপজেলাতেও দ্রব্য মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণ শুরু হয়েছে। এতে একজন কার্ডধারী ১১০ টাকা দরে দুই লিটার বোতলজাত সয়াবিন তেল, ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুরের ডাল কিনতে পারবেন। যার প্যাকেজ মূল্য হবে ৪৬০ টাকা। অভয়নগরে ২১ হাজার ১৭১ জন নি¤œ ও নি¤œ মধ্যবৃত্ত পরিবার এ কার্ড পেয়েছেন। পর্যক্রমে তাদের পন্য দেওয়া হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।