অভয়নগর প্রতিনিধি:
পাওনা টাকা চাওয়ায় ভাড়ায় চালিত এক মটরসাইকেল চালককে দোকানে ডেকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে নওয়াপাড়া বাজারের এক প্রভাবশালী ভাঙ্গাড়ী ব্যবসায়ী।
গত ২৭ এপ্রিল (বুধবার) ইফতারের আগ মুহূর্তে নওয়াপাড়া স্বাধীনতা চত্বরে অবস্থিত বাবুল আয়রন ষ্টোরে এঘটনা ঘটে। ওই মটরসাইকেল চালক গুয়াখোলা এলাকার আব্দুর রহমান শেখের পুত্র সাদমান সকিব তাকির (২১)। এঘটনায় গতকাল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে , নওয়াপাড়া গরুহাট এলাকার মৃত আবুল আকনের পুত্র মোঃ বাবুল তার ভাঙ্গাড়ী ব্যবসার কাজে তাকিরকে বিভিন্ন কাজে নিয়ে যেতেন। এর পরিবর্তে তাকিরকে পারিশ্রমিক ও মটর সাইকেল ভাড়া দেওয়া হতো। এতে কিছু টাকা বকেয়া পড়ে গত ছয় মাস ধরে টাকা না দেবার কারনে তাকির বাবুলের দোকানে আসা বন্ধ করে দেয়। এতে বাবুল ক্ষিপ্ত হয়। ঘটনার দিন বাবুল তাকিরকে তার দোকানে ডেকে নিয়ে পাওনা টাকা না দিয়ে লোহার রড, শিকল দিয়ে পিটিয়ে মারাত্বক ভাবে জখম করে। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। থানার অফিসার ইনচার্য একেএম শামীম হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.