কামরুল ইসলাম, অভয়নগর
ঈদ আনন্দ উপভোগ করতে যেয়ে নওয়াপাড়া ভৈরব সেতুর উপর দুইটি মটরসাইকেলের সংঘর্ষ হয় ঈদের দিন বিকালে। সংঘর্ষে ঘটনাস্থলেই সোবহান মোল্যা (২১) নামে এক যুবক নিহত হয়। এ সময় মটর সাইকেলে থাকা আরো তিন জন মারাত্মক আহত হয়। মৃত সোবহান মোল্যা যশোর সদর উপজেলার রুপদিয়ার চাউলিয়া গ্রামের মুজিবর মোল্যার ছেলে ।
প্রতক্ষদর্শি ও থানা সূত্রে জানা যায়, নওয়াপাড়া ভৈরব সেতু পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দুইটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে সোবহান মোল্যা মারা যায়। এ সময় তিনজন মারাত্মক আহত হয়। আহতরা হলেন রুপদিয়া এলাকার নিলয় (২০),রায়হান (২২) এবং নওয়াপাড়ার বুইকরা গ্রামের রানা (২৭)।
নিহতের সোবহান মোল্যার চাচা আজিবর মোল্যা জানান, আমার ভাইপো সোবহান মোল্যা ঈদের দিন দুই বন্ধুকে নিয়ে নওয়াপাড়ায় ভৈরব সেতু দেখতে যায়। তারপর বিকালের জানতে পেলাম ভৈরব ব্রিজের উপর সোবাহান দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা গেছে।
আহতের মধ্যে রাজু হোসেনের অবস্থা আশংকাজনক। সে খুলনার একটি বেসরকরি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধিন রয়েছেন।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান জানান, নওয়াপাড়া ভৈরব সেতুর উপর মোটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে সোবহান নামে এক যুবক মারা যায়। এ ঘটনায় আহত রাজু হোসেনের অবস্থা আশংকাজনক। মোটরসাইকেল দ্রæত চালানোর কারণে এ দুর্ঘনা ঘটে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.