Type to search

নওয়াপাড়ায় অবৈধ ভাবে সার মজুদ ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা; ৬৮০ বস্তা সার জব্দ

অভয়নগর

নওয়াপাড়ায় অবৈধ ভাবে সার মজুদ ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা; ৬৮০ বস্তা সার জব্দ

অভয়নগর প্রতিনিধি
নওয়াপাড়া সারের মোকামে অবৈধ ভাবে সার মজুদ ও বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৬৮০ বস্তা সার জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার বিকালে দেশের বৃহত্তম সারের মোকাম নওয়াপাড়ার হাইস্প্রিট ঘাটের শাহজাহান আলী মোল্যার গুদামে অভিযান চালায়। এ সময়ে গুদাম থেকে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি হওয়া কয়েক বস্তা সার নছিমুন ভর্তি করা হচ্ছিলো। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে গুদাম রক্ষক, সার ডেলিভারি দেওয়া লেবার ও নছিমুন চালক পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুজি করে গুদাম মালিক শাহাজান আলী মোল্যাকে তলব করা হয়। গুদাম মালিক জানান তিনি তার গুদাম জাকির হোসেন ও শরিফুল ইসলাম নামে দু জন ব্যবসায়কে ভাড়া দিয়েছেন।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গুদাম মালিকে চাপ প্রয়োগ করলে তিনি ফোন করে ওই দুইজন ব্যবসায়ীকে হাজির করেন। পরে মালিকদের সাথে নিয়ে গুদামে অভিযান চালিয়ে ৩৭৫ বস্তা ডিএপি ও ২৮৬ বস্তা তিউনেশিয়া টিএসপি সার জব্দ করা হয় এবং অবৈধ ভাবে সার মজুদ ও বিক্রি করার দায়ে দি মুন এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সরকারের নির্ধারিত ডিলার ছাড়া অন্য কোন ব্যবসায়ীর সার বিক্রি করার এখতিয়ার নেই। যদি কোন ডিলার অবৈধ ভাবে সার বিক্রি করে তার ডিলারশিপ বাতিল করা হবে। এ ছাড়া কোন আমদানীকারকও যদি অবৈধ ভাবে সার বিক্রি করে তার আমদানী লাইসেন্স বাতিল করা হবে। অভিযান চলাকালিন উপস্থিত ছিলেন, উপজেলা কৃষিকর্মকর্তা গোলাম সামদানি, সহকারি কৃষি কর্মকর্তা পরিতোষ কুমার, উপজেলা নির্বাহী কর্মকতার অফিসের কর্মচারী সিধু মন্ডল, সুব্রত কর্মকার প্রমুখ।