নওগাঁ জেলা প্রতিনিধি ঃ নওগাঁয় জয়যাত্রা টেলিভিশনের আত্রাই উপজেলা প্রতিনিধি ও আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক উত্তাল মাহমুদের উপর অতর্কিত হামলা ও মারপির করে গুরুতর আহত করার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে নওগাঁ জেলার সর্বস্ত্ররের সাংবাদিকদের ব্যানারে এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন টগরের সভাপতিত্বে জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ন সম্পাদক, মোহনা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, ডিবিসির জেলা প্রতিনিধি এ,কে সাজু, জয়যাত্রা টিভির জেলা প্রতিনিধি ফারমান আলীসহ অন্যান্যে সাংবাদিকরা বক্তব্য রাখেন। বক্তরা সাংবাদিক নির্যাতন বন্ধসহ অবিলম্বে উত্তাল মাহমুদের উপর অতর্কিত হামলা ও মারপিরটের ঘটনার তিব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রæত গ্রেফতারের দাবী জানান। এ বিষয়ে আত্রাই থানার ও‘সি মোঃ মোসলেম উদ্দিন এর সঙ্গে কথা বললে তিনি জানান, এ ঘটনায় থানা মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষ আব্দুল খালেক বিশার সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলার সম্ভব হয়নি। উল্লেখ্য আত্রাই উপজেলার বান্দাইখাড়া দারগা পাড়ায় অবৈধ ভাবে বালু উত্তলনের খবর পেয়ে পেশাগত দ্বায়ীত্ব পালনে গিয়ে উত্তাল মাহমুদ ভ‚মিদস্যু ও সন্ত্রাসী আব্দুল খালেক বিশা ও তার বাহিনী কর্তৃক অতর্কিত হামলা ও মারপিটের ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.