
বিশেষ প্রতিনিধি
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক লোকসমাজ আজ (৩০ অক্টোবর) তার গৌরবময় ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। এ উপলক্ষে সকালে পত্রিকার প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী ও জননেতা মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করা হয়।
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।
দোয়ায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়—
“মরহুম তরিকুল ইসলামকে প্রিয় বান্দা হিসেবে কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।”
দৈনিক লোকসমাজের এই দীর্ঘ পথচলায় পাঠক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। তিনি বলেন, “লোকসমাজ সব সময় সত্য ও জনকল্যাণের পক্ষে ছিল, ভবিষ্যতেও সেই অঙ্গীকার অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত দৈনিক লোকসমাজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করে এবং তিন দশক ধরে পাঠকদের আস্থা অর্জন করে চলেছে।

