ডেক্স রিপোট:
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘দেশ এখন সঠিক নেতৃত্বে চলছে। আমরা সৌভাগ্যবান। কারণে বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়ে গেছে। তাঁর কন্যা এখন দেশ চালাচ্ছেন। দেশে এখন সন্ত্রাস নেই বললেই চলে। তারপরও আমাদের সব দিকে লক্ষ্য রাখতে হবে।’
শনিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন্সে উগ্রবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ আরও বলেন, ‘দেশের ৯০ ভাগ মানুষ দরিদ্র ছিল। আর এখন ১০ ভাগ মানুষ দরিদ্রসীমায় আছে। দেশের বিরুদ্ধে বৃহৎ যেই ষড়যন্ত্র চলছে- তা আমাদের বুঝতে হবে। দেশে যুব সমাজের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে- যাতে করে তারা একা না হয়ে যায়। আবার মোবাইলে বেশি আসক্ত না হয়। তারা ভুল পথে গেলে পরিবারের পাশাপাশি রাষ্ট্রেরও ক্ষতি হবে।
জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, র্যাবের মহাপরিচালক চৌধুরী আবব্দুল্লাহ আল মামুন, বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, জেলা পুলিশ সুপার আশরাফুজ্জামান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.