Type to search

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

জাতীয় বাংলাদেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

দেশের আরো কিছু এলাকায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে আরো কয়েক দিন।

রবিবার সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে উত্তরের দুই জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাট। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

আজ পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অনেক জেলায় বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সূত্র, DBC বাংলা