প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৯:৫৫ পি.এম
দেশের মানুষ আগে বিচার ও সংস্কার চায়, নির্বাচন নয়

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - পত্নীতলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা শাখার আয়োজনে বুধবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে ‘জাতীয় ঐক্য ও রাষ্ট্র সংস্কার ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, 'দেশের মানুষ আগে বিচার ও সংস্কার চায়, নির্বাচন নয়। দেশের আপামর জনসাধারণ ফ্যাসিস্ট হাসিনার বিচার চায়। যারা কেবল নির্বাচন চায়, তারা বিচার ও সংস্কার চায় না। নির্বাচন আমরা সবাই চাই। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচনই একমাত্র গণতন্ত্র নয়। সংস্কারবিহীন নির্বাচন মানে আরও একটি ফ্যাসিবাদ কায়েম করা। আরও একটি ফ্যাসিবাদের উত্থান হওয়া। আর বিচারবিহীন সংস্কারবিহীন নির্বাচন আমরা মেনে নিব না।'
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম, জুলাই আন্দোলনে শহীদ ফাহমিদের মা, নাগরিক ঐক্যের প্রেসেডিয়াম সদস্য আব্দুর রউফ মান্নান, ইসলামী আন্দোলন পত্নীতলা শাখার সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন, সামাজ সেবক ডাঃ আবু ওবায়দা, এবি পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী আতিকুর রহমান, সমাজ সেবক ও সংগঠক হাবিব সাত্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মারুফ মোস্তফা, মোক্তারুল ইসলাম, রোভার স্কাউটের মাসুমুল হক সিয়াম, জামায়াত নেতা আক্তার ফারুক, জেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুর রহমান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.