ফরহাদ হোসেন নীলয় দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা এস এম সাখাওয়াত হোসেন, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাকিব হাসান বাঁধন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্সবৃন্দ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার হাসপাতালের ভর্তি রুগীদের সাথে কথা বলেন। এছাড়া অপরেশন থিয়োটার, টিকিট কাউন্টার, টেলিমেডিসিন বিষয়ে খোঁজ খবর নেন। একই সাথে রুগিদের জন্য রান্না করা খাবার ও রান্না ঘরের পরিবেশ সরেজমিনে পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার পদে লোক নিয়োগ না থাকায় বিকল্প উপয়ে রুগীদের সেবা প্রদানের পরামর্শ দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.